ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, শাকিব অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’-এ অভিনয় করছেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকা রিয়া। রিয়াকে এ সিনেমার নায়িকা ইধিকা পালের বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এ সিনেমায় ঠিক কীভাবে নিজেকে উপস্থাপন করছেন রিয়া? জানতে চাইলে অভিনেত্রী বলেন, আমাকে কীভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারব না। তবে এটা বলতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে।
বরাবরের মতো এবারও ভিন্ন লুকে ধরে দেবেন শাকিব। এমন তথ্য সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা। সিনেমাটির বেশিরভাগ শুটিংই হবে ভারতে।
আরও পড়ুন: মুক্তি পাচ্ছে শিশির সরদার অভিনীত ‘মধ্যবিত্ত’
বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে এ সিনেমার শুটিং সেটে। এরপর থেকেই সিনেমাটি নিয়ে শোবিজপাড়ায় আলোচনা ও আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় দর্শকদের।
আরও পড়ুন: সুখবর দিলেন শাকিব খান
অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
]]>