শাকিবের সিনেমার সুরস্রষ্টা কে এই মহসীন?

২ সপ্তাহ আগে
পর্দা কাঁপানো দুটি সিনেমা 'তাণ্ডব' ও 'ইনসাফ সমান তালে এগিয়ে চলছে। সিনেমা দুটির আবগ সঙ্গীতও মানুষের মনে দোলা দিচ্ছে। দেশের সিনেমার পট পরিবর্তনের পেছনে সুর-সঙ্গীতের বড় ভূমিকা রয়েছে।

এই যুগান্তকারী অগ্রযাত্রার মূল নায়ক আরাফাত মহসীন নিধি। তার সংগীতেই সম্ভাবনার নতুন পথ দেখছে ঢালিউড। এই ঈদের আলোচিত দুই ছবি 'তাণ্ডব' ও 'ইনসাফ'-এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন আরাফাত মহসীন। দুটি কাজই পেয়েছে ভূয়সী প্রশংসা।


দর্শকের মতে, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের সুবাদে ছবিগুলোর একেকটি দৃশ্য আরো শক্তিশালী হয়ে উঠেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াও 'তাণ্ডব'-এর প্রথম গান 'খবর দে' তারই গাওয়া। এছাড়া 'ইনসাফ'-এ হাবিব ওয়াহিদের গাওয়া 'তোমার খেয়ালে' গানটির সুর-সংগীত তার।

 

আরও পড়ুন: শাকিবের প্রশংসা করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী
 

পরপর শাকিবের তিনটি ছবির সংগীত পরিচালনা প্রসঙ্গে আরাফাত মহসীন বলেন, "রায়হান রাফীর পরিচালনায় শাকিব ভাইয়ের ছবি ‘তুফান’-এ প্রথম কাজ করার সুযোগ ঘটে।


এরপর রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের 'বরবাদ' করলাম। এবার রাফীর 'তাণ্ডব'। তিনটি ছবিতেই চেষ্টা করেছি গল্পের আবেদন অনুযায়ী আধুনিক সংগীতায়োজন করতে। দর্শকের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমার চেষ্টা বিফলে যায়নি।"


'তুফান'-এর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াও ‘ফেঁসে যাই’ ও ‘আসবে আমার দিন’ শিরোনামে দুটি গানের সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন।


দুটি গানই দর্শক-শ্রোতার বিপুল ভালোবাসা পেয়েছে। এরও আগে রাফীর 'সুড়ঙ্গ' ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেন আরাফাত। সেটাও হয়েছিল প্রশংসিত। সিনেমাটিতে তার করা ‘লাগাম ঘোড়া’ এবং ‘টাক কলিজার জান’ গান দুটিও দর্শক পছন্দ করেছেন।

 

আরও পড়ুন: এবার কড়া বার্তা শাকিব খানের


উল্লেখ্য, ২০০৯ সালে জিঙ্গেল তৈরির মাধ্যমে সংগীতাঙ্গনে অভিষেক আরাফাত মহসীনের। দেড় দশকের ক্যারিয়ারে অনেক গান তৈরি করেছেন। কাজ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও। ২০১৬ সালে মুক্তি পাওয়া রেদওয়ান রনীর ‘আইসক্রিম’ এর মাধ্যমে চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিকে তার অভিষেক। 

]]>
সম্পূর্ণ পড়ুন