বেশকিছু দিন ধরেই মিডিয়ায় আলোচনায় রয়েছেন অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার পর বিভিন্ন সংবাদমাধ্যমসহ নেটপাড়ায় টক অব দ্য টাউনে পরিণত হন এ অভিনেত্রী।
সে আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে অপুর একটি স্ট্যাটাস। সোমবার (২৩ ডিসেম্বর) তিনি একটি নিউজ শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, আমি যা বোঝাতে চেয়েছি, যারা বুঝতে সক্ষম, তারা ঠিকই বুঝে নিয়েছে। কিছু অবুঝ মানুষ বিষয়টা ঘোলাটে করার চেষ্টা করছে।
এ লেখার পর প্রাক্তন স্বামী শাকিব খান ও ছেলে আব্রাম খান জয়কে লাল রঙের ভালোবাসার ইমোজি মেনশন করেন অপু।
অভিনেত্রীর এমন পোস্টের পরই নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেন ওই স্ট্যাটাসে। অনেকেই অপুর সঙ্গে সহমত পোষণ করেন। অপুর সুরে সুর মিলিয়ে একজন লেখেন, বোঝার ক্ষমতা সবাইকে সৃষ্টিকর্তা দেন না।
আরও পড়ুন: ‘সময়’ চাইলেন অপু বিশ্বাস
নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসও অপুর স্ট্যাটাসে মন্তব্য করেন। লেখেন, অপু বিশ্বাস বোঝার ক্ষমতা সবার নেই, এটা বোঝার ক্ষমতা আগে থাকতে হবে! বুঝতে হবে, তারা অবুঝ! বুঝতে হবে তারা বুঝেও না বোঝার ভান করে। বুঝতে হবে তারা সরল কথা কে গরল করার চেষ্টা করে। যা হোক, সৃষ্টিকর্তা সবাইকে সুমতি দিক, সবার মঙ্গল করুক!
আরও পড়ুন: রহস্যময় পোস্ট, কীসের ইঙ্গিত দিলেন অপু বিশ্বাস?
২০০৮ সালের ১৮ এপ্রিল ভালোবেসে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের বিয়ে প্রথমে গোপন থাকলেও ২০১৭ সালের ১০ এপ্রিল তা প্রকাশ্যে আসে। অপু, শাকিবের জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে অভিনেত্রী শবনম বুবলী চলে আসার পর ছেলে জয়কে নিয়ে প্রকাশ্যে আসেন অভিনেত্রী। এ ঘটনার পর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহ বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদের ৪ মাসের মাথায় বুবলীকে বিয়ে করেন শাকিব। তবে শাকিব-বুবলীর সংসারে বীর জন্ম নেয়ার পর সে সংসারও ভেঙে যায়।
]]>