সম্প্রতি এক সাক্ষাৎকারে চয়নিকা কথা বলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রসঙ্গে। তিনি বলেন,
শাকিবকে নিয়ে আমার পরিকল্পনা ছিল। এখনও মনে মনে আছে। উনি (শাকিব খান) আমাকে বলেছিলেন রোমান্টিক একটা গল্প রেডি করার জন্য। ওনাকে নিয়ে কাজ করাটা স্বপ্নের ব্যাপার। কারণ ওনার সঙ্গে এখন অনেক কিছু জড়িত।
এরপরই হতাশ হয়ে নির্মাতা বলেন,
ওনাকে সিনেমাতে নিতে হলে একজন ভালো প্রোডিউসার প্রয়োজন। সবার ভাগ্যে ভালো প্রোডিউসার আসলে জোটে না। তারপরও মানুষের আশা থাকে, স্বপ্ন থাকে। আমারও আছে।
আশা প্রকাশ করে তিনি বলেন, আমি যদি কখনও ওনার মতো করে, ওনার সঙ্গে যায় এমন কোনো গল্প রেডি করতে পারি তখন ওনার সামনে গিয়ে দাঁড়াব।
আরও পড়ুন: শুভর ১৯ সেকেন্ডের ভিডিও ঝড় তুলেছে নেটপাড়ায়!
শাকিবের প্রশংসা করে চয়নিকা বলেন, শাকিব খান হলো সেই জিনিস যাকে টাকা দিয়ে কিনে হলে গিয়ে দেখতে হবে। অনেকে বলেন তিনি আমাদের দেশের সুপারস্টার, মেগাস্টার, গ্লোবাল স্টার। আমি বলব, তিনি আন্তর্জাতিক মানের একজন অভিনেতা। আমি গর্ববোধ করি যে আমার দেশে এমন একজন অভিনেতা আছেন।
আরও পড়ুন: বাসায় টেনশনে থাকেন শাকিব খান!
প্রসঙ্গত, এবারের কোরবানির ঈদে চয়নিকা পরিচালিত কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। তবে খুব শিগগিরই নতুন একটি সিনেমার কাজের শুটিং শুরু করবেন তিনি। আশা করা হচ্ছে, আগামী ঈদে এ নির্মাতার সিনেমা প্রেক্ষাগৃহে দেখতে পারবেন দর্শক।
]]>