শাকিব নাকি শাহরুখ, কাকে পছন্দ করেন হানিয়া?

২ সপ্তাহ আগে
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঢাকায় আসার পর জমকালো এক অনুষ্ঠানে দেখা মেলে পাকিস্তানি এ তারকার। সেখানেই জানতে চাওয়া হয় অভিনেত্রীর পছন্দের তারকার নাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত তারকাবহুল জমকালো আয়োজনে মধ্যমণি ছিলেন হানিয়া। মঞ্চে যখন তিনি উপস্থিত হন, তখন তাকে চমকপ্রদ এক প্রশ্ন করেন উপস্থাপক।

 

পর্দায় তখন ভেসে ওঠে ঢালিউডের শাকিব খান ও বলিউডের শাহরুখ খানের ছবি। উপস্থাপক তখন হানিয়াকে বলেন, ‘কাকে বেছে নেবেন?’

 

দর্শক সারিতে তখন টানটান উত্তেজনা। হানিয়া তখন দর্শকের দিকে তাকিয়ে উত্তর দেন, ‘শাকিব খান।’

 

অনুষ্ঠানে কথা বলছেন হানিয়া। ছবি: সংগৃহীত

 

এ সময় দর্শক সারিতে শুরু হয় বাঁধভাঙা উচ্ছ্বাস। হানিয়া তখন নিজের উত্তরের ব্যাখ্যা দেন। বলেন, ‘আমার মনে হয় আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন।’

 

আরও পড়ুন: ঢাকার পাঁচতারকা হোটেলে হানিয়া আমির, ভক্তরা কখন দেখা করতে পারবেন?

 

হানিয়ার এ মন্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে হানিয়া দর্শকদের পছন্দের প্রতি সম্মান জানাতেই শাকিব খানের নাম নিয়েছেন। তবে দুজনের মধ্যে ব্যক্তিগতভাবে কাকে বেশি পছন্দ তা আড়ালেই রেখেছেন অভিনেত্রী।

 

আরও পড়ুন: আহসান মঞ্জিলে কী করছেন হানিয়া আমির?

]]>
সম্পূর্ণ পড়ুন