শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত তারকাবহুল জমকালো আয়োজনে মধ্যমণি ছিলেন হানিয়া। মঞ্চে যখন তিনি উপস্থিত হন, তখন তাকে চমকপ্রদ এক প্রশ্ন করেন উপস্থাপক।
পর্দায় তখন ভেসে ওঠে ঢালিউডের শাকিব খান ও বলিউডের শাহরুখ খানের ছবি। উপস্থাপক তখন হানিয়াকে বলেন, ‘কাকে বেছে নেবেন?’
দর্শক সারিতে তখন টানটান উত্তেজনা। হানিয়া তখন দর্শকের দিকে তাকিয়ে উত্তর দেন, ‘শাকিব খান।’

এ সময় দর্শক সারিতে শুরু হয় বাঁধভাঙা উচ্ছ্বাস। হানিয়া তখন নিজের উত্তরের ব্যাখ্যা দেন। বলেন, ‘আমার মনে হয় আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন।’
আরও পড়ুন: ঢাকার পাঁচতারকা হোটেলে হানিয়া আমির, ভক্তরা কখন দেখা করতে পারবেন?
হানিয়ার এ মন্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে হানিয়া দর্শকদের পছন্দের প্রতি সম্মান জানাতেই শাকিব খানের নাম নিয়েছেন। তবে দুজনের মধ্যে ব্যক্তিগতভাবে কাকে বেশি পছন্দ তা আড়ালেই রেখেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: আহসান মঞ্জিলে কী করছেন হানিয়া আমির?
]]>