শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
প্রযোজনা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে আরও লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তির লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।’
আরও পড়ুন: সালমান শাহকে স্মরণ করে কী বললেন শাকিব খান?
‘নিঃশব্দ’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’- এর মতো সিনেমার চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন অমিত রায়।
নির্মাতা আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়।’
আরও পড়ুন: ১১ বছর আগের ছবি পোস্ট করে কী বললেন শাকিব খান?
প্রিন্স সিনেমায় শাকিব খানের সঙ্গে তিন নায়িকাকে দেখা যাবে। এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি নতুন মুখ। যদিও এখনো নায়িকাদের নাম ঘোষণা করা হয়নি।
আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।
]]>