শহীদ শ্রাবণের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

২ সপ্তাহ আগে
পরিবারের আপত্তির মুখে সাভারে আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে পারেনি প্রশাসন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে আদালতের নির্দেশে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য ডেইরি ফার্ম আবাসিক এলাকার কবরস্থান থেকে শহীদ শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে করতে যায় সিআইডির একটি টিম।


খবর পেয়ে কবরস্থানে ছোট যান শহীদ শ্রাবণ গাজীর পরিবারের সদস্যরা। এ সময় এ সময় শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী   ধর্মীয় অনুভূতি বিবেচনা কবরস্থান থেকেও তুলতে বাধা দেন।  পরে পরিবারের আপত্তির মুখে লাশ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডির সদস্য।

আরও পড়ুন: সিলেটে আন্দোলনে ১৪ শহীদ পরিবার পেল আর্থিক সহায়তা

পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদী আক্তার বলেন, ‘আদালতের নির্দেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে সিআইডির একটি টিম শহীদের মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য এসেছিল। কিন্তু পরিবারের সদস্যরা চাননি দীর্ঘদিন পর কবর থেকে তাদের সন্তানের মরদেহ তোলা হোক। তাদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা ফিরে এসেছি। যেহেতু আদালতের নির্দেশনায় আমরা গিয়েছিলাম, আমরা বিষয়টি আদালতকে সেভাবেই অবগত করবো।’ 


উল্লেখ্য,  শহীদ শ্রাবণ গাজী ছিলেন মালয়েশিয়ার টুঙ্কু আব্দুল রহমান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন: ‘শহীদ মীর মুগ্ধ পার্ক’ নির্মাণের পরিকল্পনা করছে রাজউক

গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত হন শ্রাবণ গাজী। এ ঘটনায় ওই শহীদের বাবা মান্নান গাজী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার ন্যস্ত করা করা হয় সিআইডিকে‌।
 

]]>
সম্পূর্ণ পড়ুন