সোমবার (৬ জানুয়ারি) বিকেলে নিটোরের সামনে সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে আহতরা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে আহত মুহাম্মাদ সৌরভ ইসলাম বলেন, ‘আমাদের ব্যবহার করে অনেকে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। এর তীব্র নিন্দা জানাই। জুলাই অভ্যুত্থানে আহতদের পরিবার এক ও অভিন্ন। দেশের প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। আমাদের জীবন এখন বোনাস, এই বোনাস জীবন দেশের জন্য উৎসর্গ করে দেব।’
ফারুকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। এ সময় আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানো, জুলাই ফাউন্ডেশন থেকে টাকা দেয়া, সরকারিভাবে দ্রুত কর্মসংস্থান এবং পুনবার্সনের ব্যবস্থা করার দাবিও জানান তারা।
এর আগে শনিবার (৪ জানুয়ারি) বিকেলে শহীদ মিনারের জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে একাত্মতা জানাতে নাগরিক সমাবেশে যোগ দেন ফারুক হাসান। একে একে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর তিনি তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ২
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার আমরা কখনোই চাইনি; চেয়েছি বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যেই অন্তর্বর্তী সরকার এসেছে তা মানেন না বলে জানান তিনি।
এরপর তাকে বাধা দেন সেখানে উপস্থিত জনতা। পরে তিনি সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা করা হয়।
]]>