দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া। মৃত্যুর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখান থেকে পরে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন কালজয়ী গান ‘নাই টেলিফোন, নাইরে পিয়ন’ খ্যাত এ সংগীতশিল্পী।
আরও পড়ুন: পাপিয়া সারোয়ারের জানাজা ও দাফন কবে, কোথায়?
বনানী কবরস্থানে পাপিয়া সারোয়ারকে সমাহিত করা প্রসঙ্গে পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম বলেন, ‘আমার এবং পাপিয়ার পরিবারের অনেক সদস্যকেই বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। তাই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, পাপিয়াকে বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হবে।’
আরও পড়ুন: আর্মি স্টেডিয়ামে চ্যারিটি কনসার্টের ভাড়া মওকুফ
পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মৃত্যুকালে স্বামী ও দুই সন্তান রেখে গেছেন তিনি।
]]>