বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে দলটির যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই আহ্বান জানান।
তিনি বলেছেন, আলোকচিত্রী শহিদুল আলমকে ইসরায়েলি বর্বর হানাদাররা ধরে নিয়ে গেছে। এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত, আমাদের নাগরিকদের মর্যাদা ও সন্মানের প্রশ্ন। তাই শহিদুল হকের নিরাপত্তা ও মুক্তির ব্যাপারে সরকারকে জরুরি ও সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: আলোকচিত্রী শহিদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জমিয়তের
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শহিদুল আলম ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক রূপে হাজির হয়েছেন। তিনি গাজার জনগণের প্রতি আমাদের সম্মিলিত ভালোবাসা বহন করেছেন। তার নিরাপত্তা ও মুক্তি আমাদের জাতীয় সন্মান ও মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে দেশের সন্মান ও মর্যাদার প্রশ্নে যা করার তাই করতে হবে। সরকারকে আশ্বস্ত করতে চাই যে, জনতা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ।