শহর থেকে শীতের রেশ ‘গায়েব’ কেন?

২ সপ্তাহ আগে
পৌষের শুরু হলেও শহর থেকে গায়েব শীতের রেশ! রাজধানীতে খুব একটা পড়েনি শীত। শুধু তাই নয়, সারা দেশের তাপমাত্রা হঠাৎ করেই বেড়েছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শীতের এমন বিপরীতমুখী আচরণকে আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাব।

শীতকালে বৃষ্টিপাত কম হলেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, ধেয়ে আসছে এ বছরের প্রথম বৃষ্টিবলয়। এটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়াবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছেন, লঘুচাপটিই এ বছরের প্রথম বৃষ্টিবলয়। এটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় ঝরাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত, যা স্থায়ী হতে পারে আগামী রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত। লঘুচাপের প্রভাবে শীতের তীব্রতা এখন কমে এলেও তা বাড়তে পারে বুধবারের (২৫ ডিসেম্বর) পর।

 

আরও পড়ুন: ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

 

তিনি আরও জানান, বৃষ্টিবলয়ের কারণে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। আর উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

 

এদিকে, সন্ধ্যায় আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকতে পারে। এ ছাড়া আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।  

 

আরও পড়ুন: বৃষ্টিবলয় শীতল: যেসব অঞ্চলে বেশি বৃষ্টিপাতের আভাস

 

সংস্থাটি আরও জানিয়েছে, শনিবার (২১ ডিসেম্বর) দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর পরদিন রোববারও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ কদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে 

 

]]>
সম্পূর্ণ পড়ুন