শরীয়তপুরে সিএনজিচালিত অটোরিকশা ৩ হাজার, একটিরও নেই রেজিস্ট্রেশন

২ সপ্তাহ আগে
মোটরসাইকেল, বাস, প্রাইভেটকারসহ দ্রুত গতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে শরীয়তপুরের ব্যাস্ততম সড়ক-মহাসড়কে চলছে সিএনজিচালিত অটোরিকশা। অথচ এসব গাড়ির নেই কোনো রেজিস্ট্রেশন। এছাড়া বেশিরভাগ চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। বছরের পর বছর ধরে মাসোয়ারা দিয়ে চলছে এসব যানবাহন।

সিএনজিচালিত অটোরিকশার চালকরা প্রতিটি উপজেলাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক মনোহর বাজার মোড়, কোর্ট চত্বর, চৌরঙ্গী মোড়সহ পৌর বাসস্ট্যান্ডে গড়ে তুলেছে নিজেদের আধিপত্য। অথচ তাদের অটোরিকশাগুলোর সড়কে চলাচলের নেই কোনো অনুমোদন।

 

রেজিস্ট্রেশন পেতে অনেক অটোরিকশার বিপরীতে ব্যাংকে টাকা জমা দেয়া হলেও, কোনো আবেদন করা হয়নি। ফলে এ পর্যন্ত একটিরও আবেদনও জমা পড়েনি জেলা বিআরটিএ অফিসে।

 

সিএনজিচালিত অটোরিকশা ফেডারেশনের তথ্যমতে জেলার প্রায় ৩ হাজার অটোরিকশার মধ্যে রেজিস্ট্রেশন নেই একটিরও।

 

তবে চালকরা বলেছেন টাকা জমা করে আবেদন করতে হবে, এটা তারা জানতেন না। আর বেশিরভাগ চালকরা বলেছেন তারা সড়কে আইনিভাবে চলতে চান।

 

আরও পড়ুন: ঢাকায় মূল সড়কও গ্রাস করে নিচ্ছে ব্যাটারিচালিত রিকশা, অভিযানের কথা বলে খালাস ডিএমপি

 

শরীয়তপুর সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইয়ার খান বলেন, অটোরিকশাগুলোর নম্বর পেতে আমরা চেষ্টা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সব সমস্যা সমাধান হবে।

 

এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে বিআরটিএর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। হয় রেজিস্ট্রেশন করতে হবে, নয়তোবা অটোরিকশাগুলোর চলাচল বন্ধ করে দেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন