রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুদকের মাদারীপুর-শরীয়তপুর জেলার সমন্বিত টিম।
দুদক জানায়, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবন নির্মাণ, নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের মাদারীপুর-শরীয়তপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপুর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৌরসভার কর্মকর্তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় এবং বেশ কিছু নথি জব্দ করা হয়।
আরও পড়ুন: দুদকের অনুসন্ধানে উঠে এলো প্রকৌশলী রাশেদের দুর্নীতির ফিরিস্তি!
দুদক মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু বলেন, প্রাথমিকভাবে পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় কিছু অনিয়মের আভাস মিলেছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবরে দাখিল করা হবে।
]]>