বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা চৌরঙ্গী মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন। এতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিক্ষোভকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠান। চিঠিতে তার ও দলের প্রতি সম্মান রেখে ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:
শরীয়তপুরে কাফনের কাপড় পরে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
শরীয়তপুরে ছাত্রদলের পদবঞ্চিতদের সড়ক অবরোধ, সাবেক সভাপতিকে মারধর
ছাত্রদলের আহ্বায়ক দুই সন্তানের জনক, প্রতিবাদে সড়ক অবরোধ
বিক্ষোভকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, নতুন কমিটি অগণতান্ত্রিকভাবে গঠিত হয়েছে, যেখানে অছাত্র ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা বলেন, ‘এই কমিটি আমরা মানি না। অনতিবিলম্বে কমিটি বাতিল করে তৃণমূল থেকে গ্রহণযোগ্য নেতৃত্ব নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে, না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।’
উল্লেখ্য, গত ৩ জুন কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে ৩৫ সদস্যের শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন এই কমিটি বাতিলের দাবিতে শহরে চলছে লাগাতার বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ ও পাল্টাপাল্টি অবস্থান।
]]>