শব্দের জাদুকর

৩ সপ্তাহ আগে
শব্দ হারানো এক পথিক দেখি বেরিয়েছে শব্দের খোঁজে! তাকে বলে দিলাম, শব্দ পাবে না এ পথে। সে চলে গেল সামনের দিকে, তাকিয়ে দেখলাম তার চলে যাওয়া, সে যাচ্ছে যাচ্ছে, পথ-মাটি-গাছ সব শব্দে ভরে যাচ্ছে। আমিও ফিরে পাচ্ছি আমার আমিকে।
সম্পূর্ণ পড়ুন