টালমাটাল শিক্ষাব্যবস্থা, বন্ধুর পথে বাঁকা মেরুদণ্ড নিয়ে এগোব কী করে
৫ ঘন্টা আগে
১
শিক্ষা নিয়ে রাষ্ট্র কি আদৌ সিরিয়াস? যেখানে রাস্তায় জনতা আন্দোলন করে সরকার বদলায়, সেখানে শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রশ্নে বুদ্ধিজীবীরা সেমিনার-সিম্পোজিয়ামে বক্তৃতা দিয়েই দায়িত্ব শেষ করেন। রাজনীতিবিদেরা থাকেন যথারীতি নিশ্চুপ।