শনিবার কী আছে কপালে, জানুন রাশিফলে

১ সপ্তাহে আগে
আজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ:

বুদ্ধির জোরে শত্রু পক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব ভাল। আজ ভাইবোনের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে।


বৃষ:

পরিবারের মানুষ আজ আপনাকে ভুল বুঝতে পারেন। আজ আপনি মা-বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। দুপুরের পরে শুভ কিছু ঘটতে পারে।


মিথুন:

দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। আজ সারা দিন সুখ-দুঃখ নিয়ে মিশ্র ভাবে কাটবে। চিকিৎসার জন্য প্রচুর খরচ হতে পারে। জ্যোতিষচর্চায় অগ্রগতির আশঙ্কা।


কর্কট:

কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন।


সিংহ:

আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। পেটের যন্ত্রণায় কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি ভালো।


কন্যা:

নতুন কোনও কাজের খবর আসতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে।


তুলা:

কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চাঞ্চল্য নিয়ে চিন্তা বাড়বে।


বৃশ্চিক:

কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারে খরচ বাড়তে পারে। গরিবদের সাহায্য করে আনন্দ পাবেন। ব্যবসায় শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে।


আরও পড়ুন: সকালের নাশতায় কেমন খাবার খাওয়া উচিত?

 

ধনু:

বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভালো। চোখের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। স্ত্রীর জন্য মানসিক যন্ত্রণা বাড়বে।


মকর:

বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কারও থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির থেকে অকারণে অপমানিত হতে পারেন।


আরও পড়ুন: এক পানীয়তেই কমবে ফ্যাটি লিভারের চর্বি!

 

কুম্ভ:

তৃতীয় ব্যক্তির দ্বারা আপনার ভালো কাজ পণ্ড হতে পারে। প্রেমে খুব ভাল সময় পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। সংসারে বিবাদের জন্য মানসিক অবসাধ।


মীন:

আজ বদনাম থেকে সাবধান থাকুন। কাজের শুভ যোগ আছে। গুরু জনের সঙ্গে কোনও কারণে বিবাদ বাধবে। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাবার জন্য দুশ্চিন্তা হতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন