লড়াই করেও পারল না পাকিস্তান, সিরিজ জিতল প্রোটিয়ারা

৪ দিন আগে
আগের দিনে ফলোঅনে পড়ে ব্যাটিংয়ে ভালোই লড়াই করছিল পাকিস্তান। সোমবার (৬ জানুয়ারি) চতুর্থ দিনের শুরুতেও সেই লড়াই চালিয়ে যাচ্ছিল তারা। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি শান মাসুদের দল। দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরে দুই ম্যাচ টেস্ট সিরিজটি হোয়াইটওয়াশ হল পাকিস্তান।

তৃতীয় দিনে শতক করা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ চতুর্থ দিনেও এগিয়ে যাচ্ছিলেন। তবে ১৪৫ রানে কোয়ানা মাফাকার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। বাবর আজমের ৮১ ছাড়া আর কোনো পাকিস্তানি ব্যাটসম্যান অর্ধশতকের দেখা পাননি। তাতে ৪৭৮ রানে থামে পাকিস্তানের ইনিংস।


আরও পড়ুন: রশিদের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান 


দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রাবাদা এবং মহারাজ। ২ উইকেট পেয়েছেন ইয়ানসেন। আর ১ উইকেট পেয়েছেন মাফাকা।


দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৮ রানের। যা ৭.১ ওভারে বিনা উইকেটেই তুলে ফেলে স্বাগতিকরা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে মাত্র ১৯৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে পাকিস্তান। এরপর লড়াই করেও জয় পেল না শান মাসুদের দল। প্রথম টেস্টটি ২ উইকেটে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ জিতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে তারা।


সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৬১৫ ও ৫৮/০ (বেডিংহাম ৪৭*, মার্করাম ১৪*)। 
পাকিস্তান: ১৯৪ ও ৪৭৮ (মাসুদ ১৪৫, বাবর ৮১, সালমান ৪৮, রিজওয়ান ৪১, জামাল ৩৪, কামরান ২৮, শাকিল ২৩; রাবাদা ৩/১১৫, মহারাজ ৩/১৩৭, ইয়ানসেন ২/১০১, মাফাকা ১/৪৭)। 
ফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী। 
সিরিজ: ২-ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০-তে জয়ী। 
ম্যান অব দ্য ম্যাচ: রায়ান রিকেলটন। 
ম্যান অব দ্য সিরিজ: মার্কো ইয়ানসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন