লেভারকুসেন ছাড়ার ঘোষণা আলোনসোর, গন্তব্য কি রিয়াল মাদ্রিদই

১ দিন আগে
বেয়ার লেভারকুসেন ছাড়ার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ কোচ জাবি আলোনসো, চলতি মৌসুমের বাকিটা সময় জার্মান ক্লাবটির সঙ্গে থাকবেন তিনি। লেভারকুসেনে তিনি যোগ দিয়েছিলেন ২০২২ সালে।

এই মৌসুমে লেভারকুসেনের আর মাত্র ২টি ম্যাচ বাকি। পরশু ঘরের মাঠে খেলতে নামবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ওই ম্যাচের আগে ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন আলোনসো। তিনি বলেন, ‘এই সপ্তাহে ক্লাব এবং আমি একমত হয়েছি যে লেভারকুসেন কোচ হিসেবে এই দুটি ম্যাচই আমার শেষ হতে চলেছে। এখনই এটি ঘোষণা করার সঠিক সময়।’


২০২২ সালে আলোনসো যখন লেভাকুসেনের কোচের পদে আসীন হন, তখন লেভারকুসেন ছিল বুন্দেসলিগায় অবনমন তালিকায়। সেই দলটিকেই ২০২৩-২৪ মৌসুমে লিগ শিরোপা জেতান জাবি। সেটাও আবার লেভারকুসেনের ১২০ বছরের ইতিহাসে প্রথম লিগ শিরোপা। তার দীর্ঘদিন ধরেই রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন।


এই মৌসুমে রিয়ালের কোচ যিনি, সেই কার্লো আনচেলত্তি পড়েছেন ভীষণ চাপে। নিজেদের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে হেরেছেন বাজেভাবে, লিগও হয়তো শেষ পর্যন্ত ধরাছোঁয়ার বাইরেই থাকবে। সে জন্য আনচেলত্তির শেষ দেখে ফেলেছেন অনেকে। তার জায়গা পূরণ করতেই কি আলোনসো লেভারকুসেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন?


আরও পড়ুন: ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন কী শেষ ইয়ামাল-রাফিনিয়ার?


স্প্যানিশ দৈনিক মার্কার উত্তরটা হ্যাঁ-বোধক। এই মৌসুমে লিগে রিয়ালের আরও ৪টি ম্যাচ বাকি। মার্কা বলছে, ওই চারটি ম্যাচ দিয়েই রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তি অধ্যায়ের শেষ হবে। দুই পক্ষের ছাড়াছাড়ির সিদ্ধান্ত নাকি এরইমধ্যে ঐকমত্যে পৌঁছেছে। এরপর ডাগআউটে দাঁড়াবেন জাবি আলোনসো।


মার্কা বলছে, জাবির সঙ্গে রিয়াল তিন বছরের চুক্তি করবে। রিয়ালের সঙ্গে অতীত সম্পর্কও আছে এই স্প্যানিশের। খেলুড়ে জীবনে সবচেয়ে বেশি ম্যাচ এই ক্লাবটির হয়েই খেলেছেন তিনি। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলে একটি লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ রিয়ালে মোট ৫টি শিরোপা জিতেছেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন