লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানাল ইইউ

২ সপ্তাহ আগে
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে তারা। শনিবার (৮ নভেম্বর) এ আহ্বান জানায় সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দক্ষিণ লেবাননে ইসরাইল নতুন করে হামলা চালানো শুরু করে। হিজবুল্লাহ আবারও সক্রিয় হচ্ছে দাবি করে সংগঠনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও জানায় ইসরাইল।

 

ইইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি জানান, ‘ইইউ ইসরাইলকে ১৭০১ রেজোলিউশন এবং এক বছর আগে ২০২৪ সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে।’

 

আরও পড়ুন:লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল


একই সাথে, ‘আমরা সমস্ত লেবাননের পক্ষকে এবং বিশেষ করে হিজবুল্লাহকে এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি যা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে।’ তিনি আরও যোগ করেন।


তিনি বলেন, সকল পক্ষেরই যুদ্ধবিরতি এবং এ পর্যন্ত অর্জিত সকল অগ্রগতি রক্ষার উপর মনোযোগ দেয়া উচিত।

 

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী এর আগে চারটি গ্রামের বাসিন্দাদের ভবন খালি করতে বলেছিল, সতর্ক করে দিয়েছিল, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে।


অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী অভিযোগ করেছে, ইসরাইল বৃহস্পতিবারের হামলার মাধ্যমে লেবাননের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে এবং যুদ্ধবিরতির সাথে সঙ্গতিপূর্ণ সেনা মোতায়েনের কাজ সমাপ্ত করতে বাধা দিচ্ছে।

 

আরও পড়ুন:পানির সংকটে তেহরান থেকে সরিয়ে নেয়া হতে পারে বাসিন্দাদের

 

এছাড়া লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন। ইরানও শুক্রবার এই হামলাকে ‘বর্বর’ অভিহিত করে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানায়। 

 

সূত্র: আরব নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন