তিনি বলেন, ‘বিদ্যালয়গুলোতে শিক্ষকদের অভাব না হয়, সেজন্য যেসব বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক রয়েছেন। তাদের সেসব বিদ্যালয়ে কম শিক্ষক রয়েছেন। সেখানে দিয়ে সামঞ্জস্য করা হবে। এছাড়া শূন্যপদ পূরণ করা হবে। ছুটি কমিয়ে শিক্ষাঘণ্টা বাড়ানোর যায় কিনা সেটা ভাবা হচ্ছে।’
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিন অনেক বেশি। ফলে বছরে অল্প দিন ক্লাস হয়। এগুলোর মাধ্যমে লেখা পড়ার মান উন্নয়ন হবে।’
আরও পড়ুন: চিকিৎসকদের বেতন বৃদ্ধির প্রস্তাব দ্রুতই বাস্তবায়ন হবে: স্বাস্থ্য উপদেষ্টা
মঙ্গলবার (১৩ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা উৎসব ও অভিভাবক সভায় এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক আসমা শাহীন প্রমুখ।