শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় ফ্লাই ওরি ইন্টারন্যাশনালের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।
আরও পড়ুন: লিবিয়া থেকে ফিরেছে ১৭৪ বাংলাদেশি
লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ৩১০ জন অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হয়। অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপের যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন।
তাদের মধ্যে অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকারও হয়েছিলেন। বর্তমানে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে একযোগে কাজ করছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। লিবিয়া থেকে অনিয়মিত অভিবাসীদের দেশে ফেরানোর এই কর্মসূচি চলমান রয়েছে।
]]>
৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·