লিটনের সামনে দুই মাইলফলক ছোঁয়ার সুযোগ

২ সপ্তাহ আগে
আর কিছুক্ষণ পরই কলম্বোতে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ ড্র হওয়ায়, এই টেস্টটি সিরিজ নির্ধারণ করবে। কলম্বো টেস্টে দুইটি মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসের।

কলম্বো টেস্টের একাদশে থাকলেই একটি মাইলফলক ছুঁয়ে ফেলবেন লিটন। বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন তিনি। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।


লিটনের আগে বাংলাদেশের হয়ে টেস্টে অর্ধশত বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন—মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, হাবিবুল বাশার এবং মাহমুদউল্লাহ রিয়াদ।


কলম্বো টেস্টে উইকেটের পেছনেও কীর্তি গড়ার সুযোগ থাকছে লিটনের সামনে। মুশফিকুর রহিমকে ছাড়িয়ে উইকেটকিপার হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের মালিক বনে যেতে পারেন তিনি। লাল বলের ক্রিকেটে দু’জনেরই সমান ১১৩টি করে ডিসমিসাল আছে।


আরও পড়ুন: দুর্দান্ত ফর্মে থাকা সোহানকে দলে না রাখার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক 


ডিসমিসালে ক্যাচ ও স্ট্যাম্পিংয়েও একই কাতারে মুশফিক-লিটন। দু’জনই সমান ৯৮টি করে ক্যাচ এবং ১৫টি করে স্টাম্পড আউট করেছেন। তবে মুশফিকের চেয়ে ৪৮ ম্যাচ কম খেলেছেন লিটন।


এদিকে কলম্বোতে মাইলফলক ছুঁতে পারেন মুশফিক ও মুমিনুল হকও। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২ রান করলেই পাকিস্তানের কিংবদন্তি ইনাজামাম-উল হককে (১৫৫৯) ছাড়িয়ে যাবেন মুশফিক (১৫৫৮)। অপরদিকে,  মুমিনুল হক যদি আর ১৯ রান করতে পারেন, তাহলে সাকিব আল হাসানকে (৪৬০৯) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন বাঁহাতি এই ব্যাটার (৪৫৯১)।

]]>
সম্পূর্ণ পড়ুন