লিটনের শতকের পর লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

১ সপ্তাহে আগে
দিনের শুরুতেই ইতিহাসের পাতায় নাম লেখান টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টে হাঁকান সেঞ্চুরি। যার ফলে এলিট ক্লাবে নাম লেখানে তিনি। আর লাঞ্চ বিরতির ঠিক আগে টেস্টে নিজের পঞ্চম শতক করেন লিটন দাস। তার সঙ্গে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩৮৭ রান। আজকের প্রথম সেশন শুধু মুশফিকের উইকেট হারিয়েছে স্বাগতিকরা।


মুশফিকের শততম টেস্টের ম্যাচে লিটন দাসও একটি মাইলফলকের দৌড়ে যে ছিল তা হয়তো অনেকেই জানেনা। মুশফিক আজ নিজের শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান। এদিকে আজ শতক হাঁকিয়েছেন লিটন দাসও।


এটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। ফলে এই শতকটি লিটনের জন্যও বিশেষ। চলতি বছর প্রথম শতকের দেখা পেলেন লিটন। তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে, পাকিস্তানের বিপক্ষে।


আরও পড়ুন: শততম ম্যাচে শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় মুশফিক 


এর আগে টেস্ট ক্রিকেটের এলিট লিস্টে নাম লেখান মুশফিক। টেস্টে ইতিহাসে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক করেন তিনি। এর আগে শততম টেস্টে শতক হাঁকানো শেষ ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।


এদিকে লিটন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১০৩ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৩০ রানে ক্রিজে ছিলেন মিরাজ। আয়ারল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। আর আজকের দিনে মুশফিকের উইকেটটি তুলে নিয়েছেন ম্যাথু হামফ্রেস। 

]]>
সম্পূর্ণ পড়ুন