সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারি। শেষ পাঁচ ম্যাচের দুটিতে ডাক মেরেছেন, দুটিতে আউট হয়েছেন ১ রান করে। বলার মতো রান বলতে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে ৩৩। এমন পারফরম্যান্সের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তার বাদ পড়া নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠার কথা নয়।
কিন্তু শামীমের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন লিটন ভিন্ন এক কারণে। লিটনের দাবি, কোনো ধরণের নোটিশ ছাড়াই বাদ দেয়া হয়েছে শামীমকে। দল নির্বাচন নিয়ে কিছু জানানো হয় না তাকে। এমনকি বোর্ড থেকে নাকি বলা হয়েছে, যে দল দেয়া হবে সে দল নিয়েই ভালো ফল আনতে হবে।
আরও পড়ুন: অলরাউন্ডারদের রাজা এখন সিকান্দার, সিংহাসন ফিরে পেলেন রোহিতও
লিটনের অভিযোগের তীর স্পষ্টতই নির্বাচকদের দিকে। তার অভিযোগের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সময় সংবাদকে তিনি জানিয়েছেন, অধিনায়কের কাছে তার জবাবদিহিতার প্রয়োজন তিনি মনে করেননি এবং টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্টের কাছে তিনি ব্যাখ্যা দিয়েছেন–কোন ধরণের স্কোয়াড নিয়ে আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
তিনি আরও জানান, ক্রিকেট অপারেশন্স যেহেতু শামীম পাটোয়ারির বাদ পড়ার কোনো ব্যাখা জানতে চায়নি, তিনি (লিপু) তাই অধিনায়ককে ব্যাখ্যা দিতে বাধ্য নন।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·