লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে নীলক্ষেত অবরোধ ৪৭তম বিসিএস প্রিলি উত্তীর্ণদের

১ দিন আগে
লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণরা। শনিবার ( ২২ নভেম্বর) রাতে এই অবরোধ কর্মসূচি করছেন তারা।

অবরোধের কারণে এই রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

 

আন্দোলনকারীদের দাবি, ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা দেয়া অসম্ভব। এছাড়া বিসিএস পরীক্ষায় ২ ধরনের প্রতিযোগী থাকেন, একদল অভিজ্ঞ অর্থাৎ যারা পূর্বে লিখিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আরেকদল নতুন যারা প্রথমবার প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন। পুরাতন বা অভিজ্ঞদের ক্ষেত্রে এই অল্প সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব হলেও নতুনদের পক্ষে সেটা অসম্ভব। ফলে পিএসসির তড়িঘড়ি করে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশকে বৈষম্য হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

 

আরও পড়ুন: ৪৭তম বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

 

এর আগে তারা ‘যৌক্তিক’ সময়ের দাবিতে পিএসসির চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমের সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষা পেছানোর যৌক্তিকতা তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন