লালমোহনের সাবেক পৌর মেয়র তুহিন গ্রেফতার

৩ সপ্তাহ আগে
ভোলার লালমোহন পৌরসভার সাবেক মেয়র এমদাদুল ইসলাম তুহিন পঞ্চায়েত ও পৌরসভার যুবলীগের সহ-সভাপতি জামাল হাজারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে লালমোহন থানার রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।


লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, আওয়ামী লীগের ক্ষমতার সময় দলীয় প্রভাব খাটিয়ে অন্য দলের নেতাকর্মীদের মারধরের মামলায় তাদের গ্রেফতার করা হয়। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভোলার কোর্ট পরিদর্শক শেখ নাসির উদ্দিন জানান, জামিন না মঞ্জুর করে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন।

আরও পড়ুন: নীরবে কেটে গেল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৭৮তম জন্মদিন

জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এমদাদুল ইসলাম তুহিন পঞ্চায়েত লালমোহন পৌরসভার ২ বারের নির্বাচিত মেয়র ছিলেন। ৫ আগস্টের পর তাকে মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগের ক্ষমতার সময় মেয়রের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি অভিযোগে ওঠে। যা দুর্নীতি দমন কমিশন তদন্ত করে মামলা করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন