লালমনিরহাটে ২ ট্রেনের সংঘর্ষ

৩ সপ্তাহ আগে
লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে বুড়িমারী থেকে ছেড়ে আসা ৬৬ নম্বর কমিউটার ট্রেনটি লালমনিরহাট ঢোকার পথে বিডিআর গেট এলাকায় এলে ৩০১১ সিরিজের লালমনি এক্সপ্রেসের ট্রেনটির সাথে সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়।

 

স্থানীয় ও রেল বিভাগ জানায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর  আন্তঃনগর এ ট্রেনটি সাল্টিংয়ের জন্য মোগলহাট রেললাইনের দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট ঢোকার পথে বিডিআর গেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীহীন ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয় এবং রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

 

আরও পড়ুন: জরুরি বিভাগে ৫০০ টাকায় ‘ভাড়াটে চিকিৎসক’, অবহেলায় রোগীর মৃত্যু!

 

রেলওয়ে কর্মকর্তারা জানান, এই দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। লালমনি এমটি রেকের দুইটি কোচ ছাড়া সবগুলো কোচ এখন ইয়ার্ডে নিয়ে আসা হয়েছে। একটি চেয়ার কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কোচটির পরিবর্তে একটি স্পেয়ার কোচ দিয়ে লালমনি এক্সপ্রেস চালানো হবে।

 

ট্রেন নং ৭১ ,৭২, ৬৩ এবং মঙ্গলবারের ৬৪ নং ট্রেনটি বাতিল করা হয়েছে। আজ রংপুর হতে ঢাকাগামী ডাউন রংপুর এক্সপ্রেস ৭৭২ নং ট্রেনটি ২ ঘণ্টার মতো লেট হতে পারে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান কর্মকর্তারা।

 

এ ঘটনার পর ৪ সদস্য বিশিষ্ট বিভাগীয় পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন কর্ম দিবসের মধ্যে তারা দুর্ঘটনার কারণসহ প্রতিবেদন পেশ করবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন