লালবাগে মোবাইল ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

২ সপ্তাহ আগে
রাজধানীর লালবাগ ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) লালবাগের শহীদ নগর ও গুলিস্তান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন: তানভীর হোসেন(২৩), আশরাফুল ইসলাম (১৭) ও রায়হান সরদার (২৯)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর বিকেলে লালবাগ মঙ্গলী মেলায় যাওয়ার সময় শহীদ নগর এলাকা থেকে জনৈক আশাদ বেপারীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় কয়েকজন ছিনতাইকারী। এ ঘটনায় গতকাল বুধবার আশাদ বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলা করেন।

 

লালবাগ থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় প্রথমে ছিনতাইকারী চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর লালবাগ থানার একটি চৌকস টিম আজ সকালে লালবাগের শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ছিনতাইকারী চক্রের তানভীর হোসেন ও আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের অপর সদস্য রায়হান সরদারকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: মাঝরাতে ছিনতাইকারীর নাটকীয়তার বর্ণনা করলেন গায়ক তাসরিফ


গ্রেফতারের পর রায়হানের কাছ থেকে আশাদ বেপারীর ছিনতাই করা মোবাইল ফোনসেটটিসহ বৈধ কাগজপত্র ছাড়া আরও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের প্রত্যেকে পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের তানভীর ও আশরাফুলসহ পলাতক অন্যরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মোবাইল ফোন ছিনতাই করতো। তারা ছিনতাই করা মোবাইল ফোনসেটগুলো রায়হান সরদারের মাধ্যমে বাজারে বিক্রি করতো। তাদের লালবাগ থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন