‘লালদিয়া, পানগাঁও টার্মিনাল বিদেশিদের হাতে’

১ সপ্তাহে আগে
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদও দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে নিয়মিত তুলে ধরছে। এখান থেকে এক নজরে জেনে নেয়া যাবে দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। সবগুলো পত্রিকারই প্রধান সংবাদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে। তবে এ ছাড়াও পত্রিকাগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে।

 

মৃত্যুদণ্ড, ৩৯৭ দিনের মাথায় রায়-শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড-দৈনিক মানবজমিনের প্রধান সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তার বিরুদ্ধে প্রথম মামলার রায়। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাদের মৃত্যুদণ্ডের পাশাপাশি আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এসব সম্পদ জুলাই আন্দোলনে ‘শহীদ ও আহতদের ক্ষতিপূরণ’ হিসেবে দেয়ার নির্দেশ দেয়া হয়।

 

 

মানবতাবিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড, তিন আসামির যত অপরাধ- দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশে কোনো সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের আদেশের ঘটনা এটাই প্রথম। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় এটিই প্রথম কোনো মামলার রায়।

 

 

শেখ হাসিনার মৃত্যুদণ্ড- দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার অপর দুই সহযোগীর একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও কামালকে আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া এই দুই জনের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং তা ক্ষতিপূরণ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের মাঝে বিতরণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তবে জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ করলেও তাকে পাঁচ বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল।

 

 

লালদিয়া, পানগাঁও টার্মিনাল বিদেশিদের হাতে’- দৈনিক সমকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে এটি একটি।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন দুটি কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সরকার দুটি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। সোমবার চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য চুক্তি হয়েছে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসের সঙ্গে। একই দিন ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের সঙ্গে চুক্তি হয়েছে।

 

 

আইনি ও কারিগরি অসংগতি রেখেই লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে চুক্তি’ -বণিকবার্তার শেষ পাতার সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে পরিচালনার জন্য এপি মোলার মায়ের্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে কনসেশন চুক্তি স্বাক্ষর হয়েছে। যদিও গতকাল চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত বন্দরের এ পিপিপি প্রকল্পের সরকারি শর্তগুলোই পূরণ হয়নি। অথচ পিপিপি আইনে শর্তসাপেক্ষ অনুমোদন কখনই চূড়ান্ত অনুমোদন নয়। নিয়ম অনুযায়ী শর্ত পূরণের পর (প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে সুপারিশকৃত শর্তগুলো পরিপূর্ণ করে) পুনরায় পিপিপি কমিটি ও পিপিপি কর্তৃপক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হয়। চুক্তি স্বাক্ষরের এ ধাপ সম্পূর্ণ উপেক্ষিত হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও পিপিপি কর্তৃপক্ষের ভেতরে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই চুক্তি কেন এবং কোন ভিত্তিতে করা হলো?

 

]]>
সম্পূর্ণ পড়ুন