এদিন অ্যানফিল্ডে ম্যাচ গড়ানোর ৬ মিনিটের মধ্যে অ্যান্ড্রু রবার্টসন ও মোহামেদ সালাহ'র গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে ও ৮১ মিনিটে গোল করে প্রতিপক্ষের মাঠে রেজিব্লাঙ্কোদের সমতায় ফেরান মার্কোস ইয়োরেন্তে। যখন এই ম্যাচের ফল ড্র বলে মনে করা হচ্ছিল, দুর্দান্ত হেডে গোল করে স্বাগতিকদের পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন ফন ডাইক।
ম্যাচের শেষে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে উত্তপ্ত পরিস্থিতিতে স্বাগতিক দর্শকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে লাল কার্ড দেখেছেন। ম্যাচের শেষ মুহূর্তে ফন ডাইক কর্নার থেকে হেড করে লিভারপুলের জয়সূচক গোল করার পরপরই সিমিওনে লিভারপুল সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি চতুর্থ রেফারিকে গ্যালারি থেকে আসা গালিগালাজ নিয়ে অভিযোগ করেন, তবে প্রতিবাদ চালিয়ে যেতে থাকায় শেষ পর্যন্ত লাল কার্ড দেখানো হয় তাকে।
আরও পড়ুন: ২৫ বছর পর সাবেক ক্লাবে ফিরছেন মরিনহো!
ঘটনা নিয়ে সিমিওনে বলেন, 'প্রথমেই আমার অংশটা বলি। আমরা এমন এক অবস্থানে আছি যেখানে প্রতিক্রিয়া দেখানোর অধিকার নেই। আমরা প্রতিক্রিয়া দেখালে সেটা সঠিক নয়, কারণ আমরা এখানে প্রধান চরিত্র।'
তিনি আরও বলেন, 'আমি গালিগালাজ নিয়ে বিস্তারিত বলব না। তবে যেমনভাবে আমরা বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করি, খেলোয়াড়দের উদ্দেশে গালিগালাজের বিরুদ্ধেও লড়ি—কোচিং বেঞ্চও তো ভরা থাকে, আর পুরো ম্যাচজুড়ে গালি খাওয়া সহজ নয়। তৃতীয় গোল আসার পর শুধু গালিই নয়, ইশারাও করা হয়েছিল। আমি তো একজন মানুষই।'
'আমার দৃষ্টিকোণ থেকে, আমাকে নিজের অবস্থানে থাকতে হয়, বেঞ্চের পেছনে যা কিছু ঘটে তা সহ্য করতে হয়। যতক্ষণ না সমাজ এই সমস্যার সমাধান করছে, ততক্ষণ প্রতিটি কোচকেই এটা সহ্য করতে হবে, কারণ সবসময়ই এমন ঘটে।'–এই আর্জেন্টাইন যোগ করেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন পিএসজির দাপুটে জয়, শেষ মুহূর্তের গোলে জিতল লিভারপুল
ন্যুনতম ব্যবধানে হারলেও দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন এই আর্জেন্টাইন কোচ। সিমিওনে বলেন, 'স্পিরিটটাই আমাদের দরকার ছিল। অনেক নতুন খেলোয়াড় মানিয়ে নিচ্ছে। আমরা কঠিন মাঠে, সাহসী প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। শুরুতে ২-০ পিছিয়ে পড়া ভালো কিছু ছিল না, কিন্তু আমরা কাজ করেছি, লড়েছি এবং ম্যাচকে শেষ পর্যন্ত টেনে নিয়েছি। হারতেই হলে, এরকমভাবে হারাই ভালো।'
আগামী রোববার (২১ সেপ্টেম্বর) পরবর্তী ম্যাচে মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ। লা লিগার ম্যাচে তারা টেবিলের ১৯তম স্থানে থাকা মায়োর্কার মুখোমুখি হবে।
]]>