দ্বিতীয় ম্যাচে ১৭৩ রান করে নেপাল। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে। ৯০ রানের বড় ব্যবধানে জিতে যায় নেপাল। ভাবলে ভুল হবে যে উইন্ডিজের দলে বুঝি বড় তারকারা ছিলেন না। কাইল মেয়ার্স, জেসন হোল্ডার, আকিল হোসেনদের মতো টি-২০ ট্যাগওয়ালা খেলোয়াড়রা এই সিরিজে খেলেছেন।
তৃতীয় ও সবশেষ ম্যাচটিতে অবশ্য হার জুটেছে। এই তিন ম্যাচের একাদশে দেখা যায়নি বিশ্বখ্যাত লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানেকে। নেপালের প্রথম এবং সবচেয়ে বড় স্টার তিনিই। অথচ লামিচানে নেপালের স্কোয়াডে ছিলেন। কেন খেলেননি তিনি? চোট কি কারণ? না। লামিচানে খেলতে পারেননি নিষিদ্ধ থাকার কারণে।
আরও পড়ুন: নাকভি বললেন, ‘ভারত যদি সত্যিকার অর্থেই ট্রফি চায়...’
লামিচানে প্রতিটি ম্যাচই খেলতে পারতেন, প্রথম ম্যাচের জন্য নেপালের বিবেচনায় বড়সড়ভাবেই ছিলেন। কিন্তু টস হওয়ার ১৫ মিনিট আগে তিনি ম্যানেজমেন্টকে জানান, এই ম্যাচে খেলতে পারবেন না। এটা ভালোভাবে নেয়নি বোর্ড। তাই তাকে পরের দুটি ম্যাচেও খেলতে দেয়নি। খবর ক্রিকইনফোর।
শুরুতে লামিচানের সিদ্ধান্ত ভালোভাবে না নিলেও বোর্ড পরে তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। লামিচানে জানিয়েছেন, মানসিকভাবে ভালো অবস্থায় না থাকার কারণে খেলতে অপরাগতার কথা জানান তিনি।