লাবুশেন বাদ পড়লেন, নেই স্মিথও

১ সপ্তাহে আগে
মার্নাস লাবুশেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রত্যাশিত রান পাননি। নিয়মিত বড় রান পাচ্ছেন না দীর্ঘদিন ধরেই। গত এক বছরে তিনটি ফিফটি করলেও সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন প্রায় দুই বছর আগে। যে কারণে তার অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ার গুঞ্জন শুরু হয়েছিল। অস্ট্রেলিয়া কোচ তাকে সমর্থনের কথা বললেও গুঞ্জনের মধ্যে বাদই পড়লেন লাবুশেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেন করতে নেমে দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও ২২ রান করেছিলেন। অধারাবাহিক লাবুশেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন। নেই স্টিভ স্মিথও। ফাইনালে টেম্বা বাভুমার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন তিনি।


লাবুশেন ও স্মিথ না থাকায় ২৫ জুন থেকে শুরু হতে যাওয়া বারবাডোজ টেস্টে স্যাম কনস্টাস ও জশ ইংলিসের খেলা নিশ্চিত। ধারনা করা হচ্ছে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে নামবেন বোর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরাহর ওপর দিয়ে তাণ্ডব চালানো কনস্টাস। জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজে অভিষেকে সেঞ্চুরি করা ইংলিসকে দেখা যেতে পারে মিডলঅর্ডারে।


আরও পড়ুন: বাভুমার অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সফরে প্রোটিয়াদের অধিনায়ক মহারাজ


পরিবর্তন সঙ্গে নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘স্মিথের আরও বিশ্রাম প্রয়োজন। আমরা তাকে আরও এক সপ্তাহ দিচ্ছি। এরপর সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নিয়েছি কনস্টাস ও ইংলিস তাদের জায়গায় খেলবে।’


অস্ট্রেলিয়া স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবোট, স্কট বোল্যান্ড, আলেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।

]]>
সম্পূর্ণ পড়ুন