খবরে বলা হয়েছে, রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে লাদাখে চলমান বিক্ষোভ বুধবার (২৪ সেপ্টেম্বর) সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা লেহ শহরে একটি বিজেপি অফিস এবং বেশ কয়েকটি যানবাহনে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।
এনডিটিভির প্রতিবেদন মতে, রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে এদিন সকালে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। তারা অনশন ধর্মঘট পালন এবং সম্পূর্ণ বন্ধের ডাক দেন।
লেহ শহরে পুলিশের সাথে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা কর্মকর্তাদের দিকে পাথর ছুঁড়ে মারেন এবং একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এটি চলমান আন্দোলনে সহিংসতার প্রথম ঘটনা।
আরও পড়ুন: দুর্গাপূজার আগে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, ৭ জনের মৃত্যু
বিক্ষোভকারীরা লাদাখের বিজেপি সদর দফতরে আগুন ধরিয়ে দেন, পুলিশের ওপর পাথর ছোঁড়ে এবং একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর জবাবে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে এবং লাঠিচার্জ করে।
এনডিটিভি জানিয়েছে, লাদাখে সাম্প্রতিককালে এই প্রথমবারের মতো এই ধরনের সংঘর্ষ দেখা গেল। সরকারের সাথে আসন্ন আলোচনার পটভূমিতে এই সহিংসতা দেখা দেয়। লাদাখের জনগণের দাবি নিয়ে আগামী ৬ অক্টোবর লাদাখ প্রতিনিধিদের সাথে বৈঠকের আহ্বান জানায় কেন্দ্রীয় সরকার।
গত দুই সপ্তাহ ধরে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক লাদাখকে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় অঞ্চলটির অন্তর্ভুক্তির দাবিতে অনশন করছেন।
আরও পড়ুন: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস / মাঝ আকাশে ককপিটের দরজা খোলার চেষ্টা যাত্রীর, আতঙ্ক
গত তিন বছর ধরে লাদাখের সরাসরি কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান অস্থিরতা দেখা দিয়েছে। অধিবাসীরা বারবার তাদের জমি, সংস্কৃতি ও সম্পদ রক্ষার জন্য রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানাচ্ছেন।
]]>