লাতিন আমেরিকার চার দেশের শুল্ক কমানোর সিদ্ধান্ত ট্রাম্পের

২ দিন আগে
লাতিন আমেরিকার চার দেশের ওপর আরোপিত শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, লাতিন আমেরিকার চার দেশের সাথে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে কফি ও কলার ওপর আমদানি শুল্ক কমানো হবে।

অর্থনীতি পরিচালনা এবং জনগণের ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে ট্রাম্প যখন তদন্তের মুখোমুখি, ঠিক তখন আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদরের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর বিষয়টি সামনে এলো।

 

চুক্তির প্রাথমিক কাঠামোর অংশ হিসেবে, গুয়াতেমালা, আর্জেন্টিনা ও এল সালভাদর থেকে আসা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে এবং ইকুয়েডর থেকে পণ্যের ওপর ১৫ শতাংশ কর বহাল থাকবে। তবে চুক্তিতে কফির মতো পণ্যগুলোকে ছাড় দেয়া হবে।

 

চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়া আড়াই মাসের মাথায় বিশ্বের ১০০টিরও বেশি দেশের রফতানি পণ্যের ওপর বর্ধিত শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে উল্লেখ করেন তিনি।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন নিয়ম

 

ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। ফলে খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।

 

যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি বাজারে পণ্যের সরবরহা আসত এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। এসব মহাদেশভুক্ত প্রায় সব দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এসব শুল্কারোপের অধিকাংশকেই অবৈধ বলে রায় দিয়েছেন মার্কিন ফেডারেল আপিল আদালত।

 

আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এলসালভাদরের সঙ্গে ট্রাম্প প্রশাসনের যে চুক্তি হয়েছে, সেটির শর্ত অনুসারে এই চার দেশের খাদ্যপণ্যের বাজারে অবাধ প্রবেশাধিকার পাবে খাদ্য-পণ্য আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন মার্কিন কোম্পানি। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম নেমে আসবে।

 

আরও পড়ুন: ইউরোপের চার সংগঠনকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

]]>
সম্পূর্ণ পড়ুন