সোমবার (৫ মে) সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্যানারে দুই দফা দাবি জানিয়ে আড়াই ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন তারা।
এসময় বক্তারা, প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা ও আইন সচিবের নিকট বৈষম্যহীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতনভাতা প্রদানে দাবি জানান। বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করাসহ সব ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগাতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের জোর দাবিও জানান তারা।
বক্তারা অভিযোগ করে আরও বলেন, শতভাগ বৈষম্যের শিকার অধস্তন আদালতের সহায়ক কর্মচারীরা। ইতোমধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় সৃষ্টির কার্যক্রম চলমান রয়েছে। সেখানেও সহায়ক কর্মচারীগণের বৈষম্য নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা বলেন, এটি বৈষম্যহীন ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়। এরপরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
আরও পড়ুন: দেশজুড়ে কর্মবিরতি পালন করলেন নিম্ন আদালতের কর্মচারীরা
কর্মবিরতিতে বক্তব্য রাখেন- জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফেরদৌস আহাম্মদ মানিক, অ্যাডভোকেট হারুন অর রশিদ ব্যাপারি (জিপি), সংগঠনটির কেন্দ্রীয় সদস্য মো. ছাইফুর রহমান,জহিরুল ইসলাম, মো. হারুন অর রশিদসহ অনেকে।