তবে এখনই সিনেমার কাজ শুরু হচ্ছে না বলে জানিয়েছেন পরিচালক। নতুন সিনেমার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নির্মাতা ভেঙ্কি আটলুরি।
হায়দরাবাদে চলছে আটলুরির নতুন সিনেমার শুটিং। সেই সিনেমার গল্প নিয়ে কথা বলতে গিয়েই ‘লাকি ভাস্কর ২’-এর প্রসঙ্গ উঠে আসে।
আটলুরি বলেন, “হ্যাঁ, ‘লাকি ভাস্কর’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে আমরা এগোচ্ছি। দর্শকরা সিনেমাটি যেভাবে গ্রহণ করেছেন, তাতে দ্বিতীয় অংশ নিয়ে পরিকল্পনা না করে উপায় নেই। তবে কবে থেকে শুটিং শুরু হবে, তা এখনই বলতে চাই না।”
আরও পড়ুন: কাঁদলেন সামান্থা, বললেন ধন্যবাদ জানাতে ১৫ বছর লেগে গেল
দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, রামকি ও সাই কুমার অভিনীত ‘লাকি ভাস্কর’ প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল। পরবর্তী সময়ে নেটফ্লিক্সে মুক্তির পরও সিনেমাটি জনপ্রিয়তা ধরে রাখে।
জানা গেছে, প্রথম কিস্তির গল্পের ধারাবাহিকতায়ই দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। তবে এবার গল্পে নতুন মোড় এবং চমক থাকছে। প্রথম পর্বে যে অমীমাংসিত বিষয়গুলো ছিল, তা নিয়েই নতুন গল্পের বুনন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: হলিউডে ইতিহাস গড়লেন দীপিকা!
এখন পর্যন্ত ‘লাকি ভাস্কর টু’-এর অভিনেতা-অভিনেত্রী বা টেকনিক্যাল টিম নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, দুলকার সালমানই সিক্যুয়েলেও প্রধান চরিত্রে থাকবেন।