লাইভস্ট্রিমের সময় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত, চীনা কনটেন্ট ক্রিয়েটর নিহত

১ দিন আগে
লাইভস্ট্রিম চলাকালে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে তাং ফেইজি নামে এক চীনা কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম পিপলডটকম এ খবর জানিয়েছে।

প্রতিবেদন মতে, ৫৫ বছর বয়সি ফেইজির চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডুয়িনে ১ লাখের মতো ফলোয়ার ছিল। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্য চীনের জিয়াংজি অঞ্চলে নিজের ব্যক্তিগত বিমানটি নিয়ে উড়াল দেন ফেইজি। বিমান চালানোর পাশাপাশি লাইভস্ট্রিম তথা সরাসরি সম্প্রচার করছিলেন।

 

কিন্তু এক পর্যায়ে তিনি বিমানের নিয়ন্ত্রণ হারান। যার ফলে বিমানটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে বিমানে আগুন লাগে। এতে ফেইজির করুণ মৃত্যু হয়। যা তার হাজার হাজার ফলোয়ার প্রত্যক্ষ করে।

 

সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যায়, এই কনটেন্ট ক্রিয়েটর এক আসনের বিমানটিতে চড়ে উড়ে যাচ্ছেন। তারপর হঠাৎ বিমানটি মাটিতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাচ্ছে। এ সময় শত শত মানুষ ঘটনাটি লাইভস্ট্রিম দেখছিলেন।

 

আরও পড়ুন: পাকিস্তান / কোয়েটার রাস্তায় বোমা বিস্ফোরণ, নিহত ১০

 

আগের ভিডিওগুলোতে ফেইজি জানান, তিনি সাড়ে তিন লাখ চীনা ইউয়ান (প্রায় ৪৯ হাজার মার্কিন ডলার) দিয়ে ক্ষুদ্র বিমানটি ক্রয় করেন। এতে কেবল একটি আসন ছিল এবং এর ওজন ছিল ২৫০ পাউন্ড অর্থাৎ ১১৩ কেজির কিছু বেশি। 

 

তিনি আরও জানিয়েছিলেন, বিমানটি প্রায় ২ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পারে এবং ঘন্টায় ৬০ মাইলেরও বেশি গতিতে উড়তে করতে পারে। 

 

তাং দাবি করেন, তিনি মাত্র ছয় ঘন্টা অনুশীলনের পর বিমান নিয়ন্ত্রণ করতে শেখেন। এতে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। দুর্ঘটনার সময় তিনি হেলমেট বা প্যারাসুটও পরেননি।

 

আরও পড়ুন: পুরো আফগানিস্তানে কেন ইন্টারনেট বন্ধ করে দিলো তালেবান?

]]>
সম্পূর্ণ পড়ুন