লাইনে ড্রোন পড়ে মেট্রোরেল চলাচলে বিঘ্ন

১ দিন আগে
মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ার কারণে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে। উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি লাইনের ওপর ড্রোনটি পড়েছিল।

এ ঘটনায় শনিবার (২২ নভেম্বর) রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ৯ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকে।


রাতে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপ–প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করে জানান, ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করা হয়। এরপর দ্রুত ড্রোনটি লাইনের ওপর থেকে অপসারণ করা হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।

 

আরও পড়ুন: ঘরে বসেই যেভাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে


এ ঘটনায় সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

]]>
সম্পূর্ণ পড়ুন