ক’দিন আগেও চলতি মৌসুমের তিন শিরোপা জয়ের লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ১০ দিনের ব্যবধানে দুটি শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে গেছে ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে আর্সেনালের বিপক্ষে ভরাডুবির পর, গত সপ্তাহে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে গেছে লস ব্লাঙ্কোসরা।
মূলত ইউরোপ সেরার মঞ্চ থেকে ছিটকে যাওয়া পরই সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলত্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আর কোপা দেল রের শিরোপা হারানোর পর রিয়ালে থাকার সম্ভাবনাটা একেবারে নেই বললেই চলে। গুঞ্জন আছে, লা লিগা মৌসুম শেষ হলেই আনচেলত্তিকে বিদায় জানিয়ে দেবে রেয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: সিটির দায়িত্ব শেষে অবসরের ইঙ্গিত দিলেন গার্দিওলা
তবে লা লিগা শিরোপা জয়ের দৌড়ে এখনও টিকে আছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। আজ (৩ মে) রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে বার্সেলোনা জিতলে ব্যবধান হবে ৭।
শিরোপা জয়ের ক্ষীণ আশা টিকিয়ে রাখতে পরদিন সেল্টা ভিগোর বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই রিয়ালের জন্য। তাই আপাতত ক্লাবে তার ভবিষ্যৎ এবং ব্রাজিলে যাওয়া প্রসঙ্গে কোনো কথাই বলতে চাচ্ছেন না আনচেলত্তি।
আরও পড়ুন: কিংবদন্তি হতে হলে ধারাবাহিক পরিশ্রম করতে হবে ইয়ামালকে: হ্যান্সি ফ্লিক
‘আমি পরিষ্কার করতে পারি। এই ক্লাব, এর সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে (চলতি মে মাসের) ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়।’
আগামী জুন-জুলাইয়ে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, এই টুর্নামেন্টের আগেই আনচেলত্তিকে বিদায় দিতে চায় রিয়াল মাদ্রিদ। তবে এ প্রসঙ্গে পাল্টা প্রশ্নে কিছু পরিষ্কার করেননি আনচেলত্তি। ‘আগামী ২৫ মের পর কী হবে, সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই।’
]]>