লর্ডসে এক দিনে সবচেয়ে বেশি শিশুকে ক্রিকেট শিখিয়ে বিশ্ব রেকর্ড

২ সপ্তাহ আগে
সারা বিশ্বে ক্রিকেট এখন বেশ জনপ্রিয় একটি খেলা। এই ক্রিকেটের জন্ম হয়েছে ইংল্যান্ডে, আর লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে বলা হয় ক্রিকেটের তীর্থ। সেই লর্ডসেই ৩৫টি স্কুলের ৯৪৩ শিশুকে ক্রিকেট শিখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান দাতব্য সংস্থা চান্স টু শাইন।

সোমবার (২৩ জুন) দেশটির বিভিন্ন প্রান্তে অবস্থিত মোট ৩৫টি স্কুলের শিক্ষার্থীরা জড়ো হয় লর্ডসে। সেখানে তাদের ক্রিকেটের পাঠ দেওয়া হয়। এবং এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজনও করা হয়। 

 

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে ম্যাথিউসের বদলি হতে যাচ্ছেন কে?

 

শুধু শিক্ষার্থীরাই নন, তাদের এই ক্রিকেট শেখা দেখতে লর্ডসে হাজির হয়েছিলেন অনেক দর্শকও। আর দর্শকদের মাঝে পরিচিত মুখ ছিলেন বিবিসির গ্ল্যাডিয়েটর্স শো-এর তারকা ফিউরি। 

 

এর আগে এক দিনে সবচেয়ে বেশি শিশুকে ক্রিকেট শেখানোর বিশ্ব রেকর্ড হয়েছিলো ২০২২ সালে। সেবার বার্মিংহামে ৬৪৫ শিশুকে ক্রিকেট পাঠ দেওয়া হয়েছিল। এবার আরও ২৯৮টি শিশু এ আয়োজনে অংশ নিয়েছে। 

 

আরও পড়ুন: জোড়া সেঞ্চুরি হাঁকানো ম্যাচে শাস্তি পেলেন পন্ত

 

ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট। যদিও জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে ফুটবল। তবে ক্রিকেট খেলা স্কুলশিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আরও বেশি ছড়িয়ে দিতে কাজ করে আসছে দাতব্য সংস্থা চান্স টু শাইন। 

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা মঙ্গলবার (২৩ জুন) লর্ডসে উপস্থিত ছিলেন। ৯৪৩টি শিশু এদিন ক্রিকেট শেখার পর কর্মকর্তারা নিশ্চিত করেন, এটিই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট পাঠ এবং এর স্বীকৃতি হিসেবে চান্স টু শাইন কর্তৃপক্ষকে তারা সনদপত্র প্রদান করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন