কতটা ভয়াবহ ইনজুরির শিকার হয়েছেন জামাল মুসিয়ালা সেটা পিএসজি এবং বায়ার্ন মিউনিখের ম্যাচ যারা দেখেছেন শুধু তারাই অনুধাবন করেছেন। একটা সময় ধারণা করা হয়েছিলো, হয়তো আর কখনোই মাঠে ফিরতে পারবেন না জার্মান তারকা। তবে সুখবর দিয়েছে বায়ার্ন মিউনিখ।
পরীক্ষায় দেখা গেছে, মুসিয়ালার বাঁ পায়ের ফিবুলায় চিড় ধরেছে। একই সঙ্গে ডিসপ্লেস হয়ে গেছে পায়ের গোড়ালী। গুরুত্বর আঘাত পেলেও পায়ের ভার বহনকারী হাড় টিবিয়া ক্ষতিগ্রস্ত হয়নি। আর তাই টিমের চিকিৎসকদের প্রত্যাশা একটু সময় লাগলেও আবারও মাঠে ফিরতে পারবেন জামাল মুসিয়ালা।
তবে মৌসুমের শুরু থেকে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্তত চার মাস জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে থাকতে হবে পুনর্বাসন প্রক্রিয়ায়। এমনকি, আসছে সিজনের প্রথম ভাগের পুরোটাই মিস করতে পারেন তিনি। একই সঙ্গে জার্মানি তাকে মিস করবে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও।
আরও পড়ুন: অ্যাতলেটিকো থেকে মেসির ‘বডিগার্ড’কে দলে ভেড়াচ্ছে ইন্টার মায়ামি!
এদিকে জামাল মুসিয়ালার এই ইনজুরির জন্য পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন মেনুয়েল ন্যুয়ের। এমন একটা দুর্ঘটনার জন্য এমনিতেই অনুশোচনায় ভুগছিলেন দোনারুম্মা। তার মধ্যে এমন সমালোচনায় বেশ মর্মাহত তিনি। তবে তার পাশে দাড়িয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া।
থিবো কর্তোয়া বলেন, 'দোনারুম্মাকে যেভাবে ব্লেম করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমরা গোলরক্ষকরা যেভাবে বল ধরতে যাই, ঠিক একই ভাবে কিন্তু স্ট্রাইকাররাও আসে স্কোর করার জন্য। এটা শুধু দুর্ভাগ্যবশত হয়েছে। দোনারুম্মা লাফ দিয়েছে ঠিক সেই মুহুর্তে জামাল তার পা সরিয়ে নিয়েছে। এ জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে। আমি নিশ্চিত এ জন্য দোনারুম্মা অনুশোচনায় ভুগছে। যখন আমাদের সতীর্থদের সঙ্গে এমন কিছু হয় আমরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ফেলি। তবে গোলকিপারের জায়গা থেকেও বিষয়টা অনুধাবন করা উচিৎ।'
শুধু থিবো কর্তোয়া নয় দোনারুম্মার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আরও অনেকেই পাশে দাঁড়িয়েছেন তার।