লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড

৩ সপ্তাহ আগে
চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে (১৬ সেপ্টেম্বর) সান্তিয়াগো বের্নাব্যুতে মার্শেইকে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভর করে ২-১ গোলে হারিয়েছে শাবি আলনসোর শিষ্যরা। এই ম্যাচ দিয়ে রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের। কিন্তু মাঠে নেমে পাঁচ মিনিটও টিকতে পারেননি এই ইংলিশ ফুলব্যাক। চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন মাঠ থেকে।

সান্তিয়াগো বের্নাব্যুতে ম্যাচ শুরুর পরপরই মাংশপেশীতে অস্বস্তি অনুভব করেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে তুলে নিয়ে বদলি হিসেবে দানি কার্ভাহালকে নামান আলনসো। তবে এই স্প্যানিশও ম্যাচ শেষ করতে পারেননি। ৭২ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ঢুস মেরে লাল কার্ড দেখেন তিনি।


গত সপ্তাহের শেষে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড। মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই একাদশে ফিরেছিলেন এই ইংলিশ ফুলব্যাক।  কিন্তু প্রত্যাবর্তন পাঁচ মিনিটও স্থায়ী হয়নি। অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল।


ইনজুরির কারণে এই দফায় বেশ লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ইংলিশ তারকাকে। দ্য টাইমস জানিয়েছে, লিভারপুলের এই সাবেক তারকা অন্তত ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন।


আরও পড়ুন: ফিফার থেকে অর্থ পাবে বিশ্বকাপ বাছাইয়ে খেলোয়াড় ছাড়া ক্লাবগুলো


রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, 'আজ রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসেস আমাদের খেলোয়াড় ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ওপর করা পরীক্ষার পর নিশ্চিত করেছে যে, তার বাঁ পায়ের বাইসেপস ফেমোরিস পেশিতে আঘাত লেগেছে। পরবর্তী আপডেট পরে জানানো হবে।'


এই ইনজুরিতে অ্যালেক্সান্ডার-আর্নল্ডের জাতীয় দলে ফেরাটাও পিছিয়ে গেল। অক্টোবরের শুরুতেই বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করবেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এই ফুলব্যাককে দলে না রাখলেও আগামী মাসের স্কোয়াডে তার থাকার প্রবল সম্ভাবনা ছিল। যে কারণে আগামী বছর জুনের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তার খেলার সম্ভাবনা আরও কমে গেল।


রিয়াল মাদ্রিদ আগামী ৪ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলতে যাবে। এই গ্রীষ্মে স্পেনের ক্লাবে যোগ দেওয়ার পর এই ম্যাচটিই হওয়ার কথা ছিল অ্যালেক্সান্ডার-আর্নল্ডের শৈশবের ক্লাব লিভারপুলে প্রথমবার ফেরার ম্যাচ। তবে এখন তাকে সেই অ্যানফিল্ড হোমকামিংয়ে ফিট হতে সময়ের সঙ্গে দৌড়াতে হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন