লবণের দাম বাড়ায় ঈদে চামড়া বেচাকেনা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা

৬ ঘন্টা আগে
মাত্র ২ সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা লবণের দাম বেড়েছে সাড়ে ৩শ টাকা। এতে বিপাকে পড়েছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। চামড়া সংরক্ষণ ব্যয় বাড়ার কারণে আগামী ঈদুল আজহায় ছাগলের চামড়া কেনাবেচায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। লবণের সিন্ডিকেট ভাঙার পাশাপাশি ইউরোপে রফতানির ব্যবস্থা করার দাবি ব্যবসায়ী নেতাদের।

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে প্রতিবছর ঈদুল আজহার পর এক মাস সময় লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। পরে সেখান থেকে ১ মাস ধরে নাটোরসহ দেশের ৩৩ জেলা থেকে আসা প্রায় ৩ লাখ পিস গরুর ও ৫ লাখ পিস ছাগলের চামড়া কিনেন ট্যানারি মালিকরা।

 

তবে সম্প্রতি বেড়েছে লবণের দাম। ৭শ টাকা দরের ৫০ কেজির লবণের বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়। দাম বাড়ায় প্রতিটি গরুর চামড়ায় ২০০ ও ছাগলের চামড়ায় ৪০ টাকার লবণ লাগছে। বর্তমানে ছাগলের চামড়া ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হওয়ায় আগামী ঈদুল আজহায় এ চামড়া কিনতে আগ্রহী নন ব্যবসায়ীরা।

 

আরও পড়ুন: কোরবানিতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ১৭ সদস্যের কমিটি গঠন

 

চামড়ার আড়তদার নূরুল ইসলাম নূরু বলেন,লবণযুক্ত ৫ ফিটের ছাগলের চামড়া ৫০, ৫২ ও ৫৫ টাকায় কিনেন ট্যানারি মালিকরা। লবণের দাম বৃদ্ধির কারণে ছাগলের চামড়া সংরক্ষণ খরচ পড়বে ৪০ টাকা। তাহলে ঈদের দিন ছাগলের চামড়া কয় টাকায় কিনবে ব্যবসায়ীরা?

 

চামড়া ব্যবসায়ী রকিব উদ্দিন কমল বলেন, প্রতিবছর ঈদুল আযহার আগে লবণের বস্তা প্রতি ২০০ থেকে ২৫০ টাকা বাড়ানো হয়। এবার বেড়েছে সাড়ে ৩শ টাকা। প্রতি বছর ঈদের আগে সিন্ডিকেটে কারণে লবণের দাম বাড়ে। তাই এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকেই।

 

আরেক চামড়া ব্যবসায়ী শামীম বলেন, ৭০০ টাকা বস্তায় লবণ কিনলে সর্বোচ্চ দেড়শ টাকার লবণ দিয়ে গরুর চামড়া সংরক্ষণ করা হতো। নতুন দামে গরুর চামড়া সংরক্ষণ করতে লাগবে ২০০ টাকার লবণ। ফলে ঈদের দিনে কম দামে চামড়া কিনতে হবে।

 

আরও পড়ুন: ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের পদক্ষেপ, এবার চামড়া সংগ্রহে রেকর্ডের আশা

 

লবণের সিন্ডিকেট ভাঙার পাশাপাশি ইউরোপে রফতানির ব্যবস্থা করার দাবি ব্যবসায়ী নেতাদের। নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন,  লবণের দাম কমানোর পাশাপাশি ঈদের আগেই ইউরোপের বাজারে চামড়া রফতানির উদ্যোগ নিতে  হবে। চলতি বছরও শুধু ২টি দেশে চামড়া সরবরাহ হলে কমবে চামড়া দাম। এছাড়া লবণের দাম নিয়ন্ত্রণ করা না হলে ছাগলের চামড়া কেনা থেকে বিমুখ হবেন ব্যবসায়ীরা।

 

উল্লেখ্য, ঈদুল আজহাসহ সারা বছর নাটোরের পাইকারি চামড়ার বাজার থেকে প্রায় ৫ লাখ গরু ও ১২ লাখ ছাগলের চামড়া কেনেন ট্যানারি মালিকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন