লন্ডনে বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ আগুন

৩ সপ্তাহ আগে
লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১০০ দমকলকর্মী।

নয়তলা ভবনটি ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় ছিল। বর্তমানে ভবনটিতে বেশ কয়েকটি ফ্ল্যাট ও রেস্তোরাঁ হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) ভবনটিতে আগুন লাগে।

 

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন ৯ তলা ভবনটির ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন কাজ করছে।

 

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ভোররাত সোয়া ৩টার কিছু আগে তাদের কাছে আগুনের খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় তারা। সেখানে একজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারের পদত্যাগ

 

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুন ভবনে ছড়িয়ে পড়েছে। একটি রেস্তোরাঁ ও বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, আগুন এখনও জ্বলছে। ঘটনার তদন্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও কয়েক ঘণ্টা দমকলকর্মীরা সেখানে অবস্থান করবেন। যদিও অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। 

]]>
সম্পূর্ণ পড়ুন