লন্ডনে ফিলিস্তিনপন্থিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, গ্রেফতার ৪ শতাধিক

৩ সপ্তাহ আগে
যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৪২৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন’ এর সমর্থনে ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ শীর্ষক সমাবেশে নামেন শত শত মানুষ। এ ঘটনায় স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত চার শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ঘুষি, লাথি, থুথু এবং বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হয়েছে। পুলিশের ওপর হামলা এবং অন্যান্য জনশৃঙ্খলা লঙ্ঘনের জন্য তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ আরও জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় লন্ডন জুড়ে ২ হাজার ৫০০ জনেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরও পড়ুন: লন্ডনে বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ আগুন

 

সমাবেশের আয়োজনকারী প্রচারণা গোষ্ঠী ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বিক্ষোভে প্রায় ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করেন।

 

সন্ত্রাসবাদ আইনের অধীনে গ্রেফতারের ঝুঁকি নিয়েই তারা রাস্তায় নামেন। পুলিশ বিক্ষোভকারীদের উপর নির্মমভাবে আক্রমণ করে এবং তাদের মাটিতে ফেলে দেয়।

 

আরও পড়ুন: গাজার প্রতি সংহতি জানিয়ে একদিন কার্যক্রম বন্ধ রাখলো ব্রিটিশ কোম্পানি

 

অন্যদিকে তারা প্ল্যাকার্ড ধরে রাখার জন্য গণহারে গ্রেফতার করে। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’।

 

গত জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটি ওপর নিষেধাজ্ঞা অনুমোদিত হয়। ব্রিটিশ সরকার জানায়, গত মে মাসে প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে অনুপ্রবেশ করে দু’টি সামরিক বিমানের ক্ষয়ক্ষতি করেছিল।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

]]>
সম্পূর্ণ পড়ুন