চারজন ভাগ্যবান বিজয়ীর সবাই সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী। এর মধ্যে বাংলাদেশের ৪০ বছর বয়সী ফল বিক্রেতা এম.ডি. সোহেল আহমেদ আলাউদ্দিন। যিনি ১ লাখ দিরহাম জিতেছেন।
বাংলাদেশি টাকায় এটি প্রায় ৩৩ কোটি টাকার সমান। আলাউদ্দিন গত ১৭ বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি গত আট বছর ধরে তার ভাগ্য পরীক্ষা করতে লটারির টিকিট কিনছেন বলে জানান। অবশেষে জয় পেলেন আলাউদ্দিন।
লটারি জেতার পর তিনি বলেন, ‘জয়টা সত্যিই অবিশ্বাস্য লাগছে। আমি পুরস্কারের টাকা দিয়ে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি, যা সবসময় আমার স্বপ্ন ছিল। আর হ্যাঁ, আমি অবশ্যই বিগ টিকিটের সাথে আমার যাত্রা অব্যাহত রাখব।’
বাংলাদেশ থেকে যাওয়া আরেক প্রবাসী সামুল আলম আব্দুর রাজ্জাক জিতেছেন ৯০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৩০ কোটি টাকার সমান।
রাজ্জাক গত পাঁচ বছর ধরে দুবাইতে বসবাস করছেন। দুবাইয়ে প্রবাস জীবনের শুরু থেকেই তিনি বিগ টিকিটে অংশ নিচ্ছেন। ৩০ জন বন্ধু মিলে টিকিট কিনতেন রাজ্জাক।
আরও পড়ুন:১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
জেতার পর তিনি বলেন, ‘লটারি জিতে আমি অত্যন্ত আনন্দিত। পুরস্কারের টাকা আমার বন্ধুদের মধ্যে ভাগ করে দিবো। কারণ আমরা সবসময় একসাথে টিকিট কিনেছি।’
এদিকে ভারতের দু’জন বিজয়ীর মধ্যে একজন গোয়ার ৫৯ বছর বয়সী ব্যবসায়ী জাফর মতিওয়ালা। তিনি জিতেছেন ৫০ হাজার দিরহাম। ভারতের চতুর্থ ভাগ্যবান ব্যক্তি হলেন কেরালার ৪৭ বছর বয়সী কম্পিউটার ইঞ্জিনিয়ার অনিল জনসন। যিনি ১৯ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন।
সূত্র: গালফ নিউজ
]]>