পাল্লেকেলেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ১৩৩ রান করে হাম্বানটোটা বাংলা টাইগার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১০৭ রানে থামে জাফনা টাইটান্স।
ফাইনালের লড়াইয়ে দলে সুযোগ মেলেনি বাংলাদেশের মোসাদ্দেকের। তবে সাব্বির রহমান এদিন খেলেছেন। ওয়ান ডাউনে নেমে ২ ছক্কায় ৮ বলে ১৬ রান করেছেন তিনি। মালশা থারুপাথির এক ওভারে দুই ছক্কা মারার পর তৃতীয় ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।
সাব্বিরের বিদায়ের পর দাসুন শানাকা, শেভন ড্যানিয়েল, সাহান আর্চিগে এবং ধনঞ্জয়া লাকশানের ক্যামিওতে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলা টাইগার্স। ১০ বলে ২১ রান করেছেন শানাকা, শেভন ড্যানিয়েল করেছেন ১৫ বলে ২৬ রান। শেষের দিকে ৪ বলে ১০ করেছেন কেনার লুইস ও ২ বলে ১০ করেছেন শাহান আর্চিগে।
আরও পড়ুন: রেকর্ড গড়ে জিতল আফগানিস্তান
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৭ রান তোলে জাফনা। তবে দ্বিতীয় ওভারেই বিপর্যয়ের শুরু হয় দলটির। রিচার্ড গ্লেসনের এক ওভারেই আউট হয়ে ফেরেন কুশল মেন্ডিস ও কোহলার ক্যাডমোর। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আউট হন চারিথ আসালঙ্কা।
সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররাও। তবে ব্যতিক্রম ছিলেন কেবল টম আবেল। বাকিদের আসা-যাওয়ার মিছিলেও তিনি ২৭ বলে অপরাজিত ৫৪ রান করেছেন। তবে সেটা হারের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি।