লঙ্কা টি-টেনে টর্নেডো ইনিংস খেললেন সাকিব

৩ সপ্তাহ আগে
নিষেধাজ্ঞার কারণে বল করতে না পারলেও ব্যাট হাতেই দ্যুতি ছড়াচ্ছেন সাকিব আল হাসান। লঙ্কা টি-টেনে হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে খেলেছেন এক টর্নেডো ইনিংস।

১৯ বলে ৩ ছক্কা ও ৪ চারের মারে তিনি অপরাজিত ছিলেন ৪৩ রানে। তবে বাকিদের ব্যর্থতায় দলের পুঁজিটা বড় হয়নি।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেছে তার দল গল মার্ভেলস। সাকিব ছাড়া দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেছেন অ্যালেক্স হেলস।

 

আরও পড়ুন: এনামুলের সেঞ্চুরির দিনে ঢাকার বিপক্ষে খুলনার দুর্দান্ত জয়

 

এ ম্যাচে জয় পেলে আসরের প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেবে সাকিবের দল। তবে এ রানে আটকে দিতে বোলারদের রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

 

এদিকে লঙ্কা টি-টেনে ব্যাট হাতে ভালো সময় কাটছে সাকিবের। ৫ ইনিংসে ৪৭.৫০ গড় ও ২০৬.৫২ স্ট্রাইকরেটে ৯৫ রান করেছেন তিনি। ৫ ইনিংসের মধ্যে অবশ্য আজকেই সবচেয়ে বড় ইনিংসটা খেলেছেন। এর আগের চার ম্যাচে যথাক্রমে ৮ বলে ২০*, ৩ বলে ৬, ১৩ বলে ২০ ও ৩ বলে ৬* রান করেছিলেন।

 

তবে আক্ষেপের বিষয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে দেয়া নিষেধাজ্ঞার কারণে বল করতে পারছেন না তিনি। গত সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়েছিলেন সাকিব। সেখানে দুর্দান্ত বোলিংয়ে দুই ইনিংসে তুলে নিয়েছিলেন ৯ উইকেট। ওই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা।

 

আরও পড়ুন: এই ইনিংসটা দরকার ছিল: শামিম

 

এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎরাতে হবে সাকিবকে। কিন্তু পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় ইংল্যান্ডের সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে ইসিবি। আর আইসিসির নিয়ম অনুযায়ী, আইসিসি'র অন্তর্ভুক্ত কোনো ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।

 

যার কারণে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বোলিং করতে পারবেন না সাকিব।

]]>
সম্পূর্ণ পড়ুন