লখনৌর দায়িত্ব ছাড়লেন জহির খান

৩ সপ্তাহ আগে
গত মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন জহির খান। দুই বছরের চুক্তি সত্ত্বেও এক বছর যেতে না যেতেই দুই পক্ষের সম্পর্ক ছিন্ন হলো। মেন্টরের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জহির ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন। খবর ক্রিকইনফোর।

জহির গত বছর দায়িত্ব পেয়েছিলেন গৌতম গম্ভীর ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সে চলে যাওয়ায়। কলকাতায় গিয়ে গম্ভীর একই পদে বসেন। কলকাতা সে বছর তৃতীয় আইপিএল জিতে। শিরোপা জয়ী মেন্টরকে গত বছরের জুলাইয়ে ভারত হেড কোচ হিসেবে নিয়োগ দেয়। তার অধীনে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।


সঞ্জীব গোয়েঙ্কার লখনৌর হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার ভিশনের সঙ্গে জহিরের দর্শন মিলছে না। তাই গত জুলাইয়েই লখনৌর সঙ্গে ভারতের সাবেক পেসারের সম্পর্ক ছিন্ন হওয়ার গুঞ্জন তৈরি হয়। দেরি হলেও শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।


আরও পড়ুন: পাঞ্জাব আমাকে অপমান করেছিল: গেইলের বিস্ফোরক দাবি


রিশভ পন্তকে ২৭ কোটি রুপিতে কেনা লখনৌর এ বছরের আইপিএলের মাঝপথে অবস্থা খারাপ ছিল না। ৮ ম্যাচ শেষে ৫টিই জয় ছিল তাদের। তখন পর্যন্ত তাদের প্লেঅফের আশাও ছিল তুঙ্গে। কিন্তু শেষ ৬ ম্যাচে তারা জিততে পেরেছিল মাত্র এক ম্যাচ। এই পারফরম্যান্স তাদের টুর্নামেন্ট থেকে তো ছিটকে দেয়ই, এমনকি তারা মৌসুম শেষ করে টেবিলের সাতে থেকে।


লখনৌর আইপিএল যাত্রা শুরু হয় ২০২২ সালে। প্রথম দুই মৌসুমে শিরোপা জিততে না পারলেও তারা তৃতীয় স্থান অর্জন করে। কিন্তু শেষের দুই মৌসুমেই তারা হয়েছে সপ্তম।

]]>
সম্পূর্ণ পড়ুন